এপার বাংলা ওপার বাংলা

নিজস্ব গ্রন্থাগারে আমার যতগুলো বাংলা বই আছে, তার বেশীরভাগের লেখকই ওপার বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের। ওদের লেখায় নতুন নতুন শব্দ পাই। যেমন – গঙ্গার ইলিশ গল্পে ‘ব্লিৎসক্রিগ’, মহাবন্যা গল্পে ‘অভ্রংলিহ’ কিংবা সেই সময়ের ‘নিষ্ঠীবন’। অযথা শব্দবাহুল্য মনে হয় না, বরং এগুলো ভাষাকে এনে দেয় পরিমিত ওজন। স্বল্প পরিসরে অনেক কথা বলা হয়ে যায়। অথবা বর্ননার একঘেয়েমি কাটিয়ে দেয় চমক দিয়ে।

অনেক বাংলা শব্দের উৎপত্তি সংস্কৃত ভাষায়। ওপার বাংলার লেখকেরা সংস্কৃতে দক্ষ বলেই হয়ত বাংলা শব্দের ভাণ্ডার গড়তে কম বেগ পেতে হয় ওদের। দু’বাংলা মিলে একটা দেশ হয়ে গেলে মন্দ হত না।

Leave a comment