দেখছি, বাংলা লিখতে কেমন লাগে। দেশ শারদীয় গল্পসংকলন আমার প্রিয় বই। ওখানকার কিছু লেখকের বই পরেরবার বাংলাদেশ থেকে নিয়ে আসব। অনলাইনেও কেনা যায়। কিন্তু বইয়ের দোকানে ঘোরাঘুরি করতে ভালো লাগে। আর, যে কটা বই বাসায় আছে, যেমন – রবীন্দ্রনাথ, শরৎ অথবা মুজতবা আলী সমগ্র, সেগুলো তারিয়ে উপভোগ করব আগে।
যা হোক, ভবিষ্যতের গ্রন্থতালিকাঃ
১। বিভূতিভূষণ উপন্যাসসমগ্র, গল্পসমগ্র
২। কেরি সাহেবের মুন্সী – প্রমথনাথ বিশী
৩। মহাপ্রস্থানের পথে – প্রবোধকুমার স্যানাল
Leave a comment